সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে কসাই সিনেমা । আর এই সিনেমাটি পরিচালনা করবেন অনন্য মামুন। এছাড়া সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক নিরব। সেলিব্রেটি প্রডাকশন হাউজ প্রযোজিত এই ছবিতে নিরব ছাড়া আরও অভিনয় করবেন রাশেদ অপু, নওশাবা, শাহীন মৃধা, প্রিয় মনি, এল আর খান সীমান্ত, রিও প্রমুখ।
ট্রেলার দেখে যতটা আশা করেছিলাম, মুভিটা তার থেকেও অনেক ভাল কিছু হয়েছে। গল্প আর মেকিং ছিল অনন্য মামুনের অন্যান্য সিনেমার মতই দুর্দান্ত৷একদমই বেসিক আর নতুন গল্পের সিনেমা৷ দেখতে পারেন গল্পভিত্তিক সিনেমা। বাংলা চলচিত্রে নতুন কিছু আশা করবেন আশা করি৷
পরিচালক মামুন তার বাস্তব জীবনে দেখা এক গল্প কে রুপ দিয়েছেন বড় পর্দায় । আমাদের সমাজে বিদেশ যাওয়া নিয়ে দালাল, বা পাচারকারী চক্র রা জড়িত, তারা কিভাবে বিদেশ গামি মানুষ দের অপহরণ করে, কিভাবে স্বপ্ন নষ্ট করে দেয়, আর এতে করে ভুক্তভোগী কতটা হিংস্র হয়ে উঠতে পারে, সেটাই তুলে ধরা হয়েছে এই সিনেমায়৷
সিনেমা তে নায়ক নিরব কে দেখা গেছে বিদেশগামী স্বপ্নবাজ এক তরুন আবিরের ভূমিকায়, যে কিনা বিদেশ যাওয়ার সময় পাচাইকারি গ্রুপের মেইন সদস্য অপুর হাতে জিন্মি হয়৷ তার সাথে আরো ছিলেন তিনজন যুবক৷ যারা প্রত্যেকে নিজের জায়গায় অভিনয় এ সাবলিল ছিলেন৷ আবিরের চরিত্রে নিরবের পাচার হয়ে নিজকে অসহায় মুহূর্তের সিন, আর সেখান থেকে সবাই কে সাহস দেয়ার সিন এবং সবাই কে উদ্ধার করতে অপু তথা নুরু কে ইট দিয়ে হত্যা করার সিন গুলো ছিল চোখে পড়ার মত
তাছাড়া নিরবের কিছু সংলাপ, যেমনঃ
“সালা দেড় পুটিয়া”
“স্বপ্নে যখন নিষ্ঠুরতা হানা দেয় তখন বোবা মানুষ ও কসাই হয়ে যায়”এগুলো ভাল লেগেছে৷ অপু তার জায়গায় দারুন ছিল৷ প্রিয়মনি নতুন হিসেবে ভাল করেছে। নওশাবা অনবদ্য ছিল৷ তাছারা ট্রান্স জেন্ডার শিশির ও ভাল করেছে
যেদিক ভাল লাগেনি
কিছু কিছু শটে বেশি সময় দেওয়া হয়েছে যেটা দরকার ছিলনা।
অপ্রধান চরিত্রগুলো ডায়ালগ ডেলিভারি হাল্কা দূর্বল ছিল।
মুভির রান টাইম টা অনেক কম ছিল৷ গল্প টা যেন জোর করে শেষ করেছে এরকম মনে হয়েছে৷ আরো কিছু ঘটবে এমন প্রত্যাশা ছিল৷
পালানো টা আর নুরুর সহযোগী দের খুন করার সিন টা ফ্ল্যাশ ব্যাকে দেখাতে পারত৷
আর নিরব কে স্কিনে আরো বেশি রাখা উচিত ছিল কিন্ত যা রেখেছে তা দেখার মত
তবে নিরব আর অপুর অভিনয়ে আমি মুগ্ধ সব মিলে ভালো ছিল
এবারের ঈদে বাংলাদেশের একমাত্র সিনেমা এটি যা আই থিয়েটার এপে রিলিজ পেয়েছে৷ বাংলার চলচ্চিত্র প্রেমিরা দেখে নিতে পারেন সাস্পেনশন আর থ্রিলিং এই বাংলা সিনেমাটি
I Theatre Details
“সালা দেড় পুটিয়া”
“স্বপ্নে যখন নিষ্ঠুরতা হানা দেয় তখন বোবা মানুষ ও কসাই হয়ে যায়”এগুলো ভাল লেগেছে৷ অপু তার জায়গায় দারুন ছিল৷ প্রিয়মনি নতুন হিসেবে ভাল করেছে। নওশাবা অনবদ্য ছিল৷ তাছারা ট্রান্স জেন্ডার শিশির ও ভাল করেছে
অপ্রধান চরিত্রগুলো ডায়ালগ ডেলিভারি হাল্কা দূর্বল ছিল।
মুভির রান টাইম টা অনেক কম ছিল৷ গল্প টা যেন জোর করে শেষ করেছে এরকম মনে হয়েছে৷ আরো কিছু ঘটবে এমন প্রত্যাশা ছিল৷
পালানো টা আর নুরুর সহযোগী দের খুন করার সিন টা ফ্ল্যাশ ব্যাকে দেখাতে পারত৷
আর নিরব কে স্কিনে আরো বেশি রাখা উচিত ছিল কিন্ত যা রেখেছে তা দেখার মত